সম্প্রতি একটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের জুমার নামাজ আদায় করার দৃশ্য দেখা গেছে।
ছবিতে আতিফকে কালো রঙের টি-শার্ট, ক্যাপ, চশমা ও মাস্ক পরিহিত অবস্থায় রাস্তার উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে দেখা যায়। কিছু নেটিজেন দাবি করেছেন, এই যুবকটি আতিফ আসলাম।
গত শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ঢাকায় 'ম্যাজিকাল নাইট ২.০' কনসার্ট অনুষ্ঠিত হয়, এবং এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তিনি ঢাকায় এসে পৌঁছান।
আতিফ আসলাম কনসার্টের দিন দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন, ধারণা করা হচ্ছে খিলক্ষেত এলাকার কোনো মসজিদে নামাজ আদায় করেছেন তিনি।
এছাড়া, গায়ক লুৎফর হাসান তার ফেসবুকে পোস্ট করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে, আতিফ আসলাম খিলক্ষেত মসজিদে নামাজের জন্য গিয়েছিলেন, কিন্তু মসজিদে জায়গা না পেয়ে বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছেন।
তিনি এও মন্তব্য করেন যে, কিছু দেশের শিল্পীরা নামাজের বিরুদ্ধে সামাজিক মিডিয়ায় পোস্ট দেন, অথচ নামাজের জন্য এতোটা সময় ব্যয় করা নিয়ে তারা আপত্তি জানান।
এই ছবিটি নিয়ে নানা মন্তব্য ও প্রশংসা ঝড়েছে, এবং বিশেষ করে আতিফ আসলামের সরল জীবনযাপনের ব্যাপারে অনেকেই প্রশংসা করেছেন।