ঢাকা , রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ , ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় যুবককে গুলি করে হত্যা ২০২৬ সালে কলেজে বেড়েছে ছুটি, তালিকা প্রকাশ মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি, ২ হাজার নিহতের শঙ্কা ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি: আসিফ নজরুল একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে: নাহিদ ইসলাম ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড় চুয়াডাঙ্গায় প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় অসদুপায়, আটক ২ ক্রিকেট হাইজ্যাক -এর অভিযোগের মুখে আইসিসি চেয়ারম্যান জয় শাহ ৬০ নিবন্ধিত দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না ৯ দল স্বেচ্ছাসেবক দলের মোসাব্বির হত্যা: প্রধান শুটারসহ তিনজন আটক ইরানে হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু, প্রথম দিন শুনানি হবে ৭০টি হান্নান মাসউদের এলাকায় বিএনপি–এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জাতিসংঘের সংস্থাগুলো থেকে নাম প্রত্যাহার করার ঘোষণা যুক্তরাষ্ট্রের তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য মাই টিভির রিপোর্টার পেলেন জুলাই বীরত্ব সম্মাননা দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে সমস্যা নেই : উপদেষ্টা রিজওয়ানা অপারেশন থিয়েটারের ভেতর চুলা, পিঠা বানাচ্ছেন নার্সরা চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্য, জবাবে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৫:৩৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৫:৩৯:৩২ অপরাহ্ন
বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্য, জবাবে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশ স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “মমতা কেন এ ধরনের মন্তব্য করেছেন তা আমাদের জানা নেই। তবে আমি মনে করি, তার রাজনৈতিক কৌশলের জন্য এটি ঠিক হয়নি। আমরা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চাই।”

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, “তাকে গ্রেফতার ও আইনি প্রক্রিয়া সম্পর্কে কূটনীতিকদের ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, তার অনুসারীরা যেসব বিক্ষোভ করেছে, তার স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার।”

দেশের পরিস্থিতি নিয়ে অপপ্রচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বাংলাদেশকে নিয়ে একটি বিশেষ গোষ্ঠী গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে। তারা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াতে সর্বশক্তি নিয়োগ করেছে। আমরা মেনে নিচ্ছি যে, এ ক্ষেত্রে তাদের শক্তি আমাদের চেয়ে বেশি। তবে আমরা স্পষ্টভাবে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “ভারতীয় মিডিয়া সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। এসব তথ্যকে উপজীব্য করে অন্যান্য মিডিয়াও অপপ্রচার চালাচ্ছে। সব সরকারের আমলেই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, তবে সরকারের কাজ হলো তা নিয়ন্ত্রণ করা, যা আমরা করেছি। তবুও দেশ-বিদেশে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৌহিদ হোসেন বলেন, “সরকার বার্তা দিতে চায় যে, কোনো সাম্প্রদায়িক অপতৎপরতা বরদাশত করা হবে না। হিন্দু-মুসলিম ভেদাভেদ আমরা চাই না। কোনো বিশৃঙ্খলা দেখা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিবেদনটি একপেশে। যুক্তরাজ্যে অবস্থানরত একটি বিশেষ গোষ্ঠীর প্রভাব এতে রয়েছে। তাছাড়া আওয়ামীপন্থী সাংসদের সংখ্যাধিক্যের কারণেও এটি প্রভাবিত হয়েছে। এ বিষয়ে আমাদের দূতাবাসকে কিছু জানানো হয়নি।”


কমেন্ট বক্স