জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ যত মানুষকে জুলুম করে হত্যা করা হয়েছে, তাদের রক্তের ফোটা এবং ১৮ কোটি মজলুম মানুষের চোখের পানির ফোটা আল্লাহ কবুল করেছেন। এই দুই ফোটার বিনিময়ে আল্লাহ আমাদের মুক্তির স্বাদ দিয়েছেন।"
আজ (২ ডিসেম্বর) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফে আগমন উপলক্ষে জগন্নাথকাঠি বন্দরে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, "এই মুক্তি এমনি এমনি আসেনি। গত ১৫ বছরে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। অনেকেই পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তাদের চাকরি হারিয়েছে, এবং কোটি মানুষ দফায় দফায় কারাবরণ করেছে। আলেম-ওলামা, সাধারণ মানুষসহ জাতি-ধর্ম নির্বিশেষে অনেকেই ত্যাগ স্বীকার করেছে। এত কোরবানির বিনিময়ে আমাদের এই সামান্য স্বস্তি এসেছে।"
জনতার উদ্দেশে তিনি বলেন, "আমরা এমন একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে চাই যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাই সমানভাবে বসবাস করতে পারে। নতুন বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং শোষণমুক্ত। নাগরিক হিসেবে প্রত্যেকের সমান অধিকার থাকবে। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, যেখানে সকল মানুষ ভালোবাসা ও সম্মান পাবে।"
পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জেলা আমির তোফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মাসুদ সাঈদী, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদসহ দলের জেলা ও উপজেলা নেতারা।
Mytv Online