ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে তাগিদ প্রধান উপদেষ্টার জোট সরকার ছাড়ার হুমকি পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়ালের আরেকটি ফ্যাসিবাদ, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে আসবে না: নাহিদ নিশোর যে অভিনয় ‘অন্য লেভেলের’ বললেন মেহজাবীন আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বিসিবিতে দুর্নীতি ও পাতানো খেলা নিয়ে কড়া বার্তা দিলেন ফারুক ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল নির্বাচন প্রলম্বিত করার পক্ষপাতী নয় এনসিপি: আখতার হোসেন ইলন মাস্কের সঙ্গে ফোনালাপ মোদির জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী পাকিস্তানে কেএফসিতে ভাঙচুর, গ্রেফতার কমপক্ষে ১৭০ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চিঠি ইরানের খামেনির সিঙ্গাপুর থেকেও পালিয়েছেন, কোথায় আশ্রয় নিলেন শেখ তাপস তৃতীয় সপ্তাহেও বাড়লো ‘জংলি’র প্রদর্শনী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ বাংলাদেশের সঙ্গে বৈঠকে সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার বৈধ নয়: ফরহাদ মজহার মমতার অভিযোগ উড়িয়ে ঢাকার পাল্টা মন্তব্য, একাংশ প্রত্যাখান ভারতের মাগুরার সেই শিশুটিকে নিয়ে মাহবুবুল খালিদের লেখা-সুরে গান গাইলেন বাপ্পা মজুমদার

ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১১:৩৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১১:৩৬:১০ পূর্বাহ্ন
ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল
ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের সরকারের ব্যর্থতার নিন্দা জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। সোমবার (২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আজকের এই হামলার ঘটনায় আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের দায়িত্ব ছিল কূটনৈতিক স্থাপনা রক্ষা করা। কিন্তু তারা এতে ব্যর্থ হয়েছে। এটি খুবই নিন্দনীয়। ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এটি স্বাধীন, আত্মমর্যাদাশীল একটি দেশ।”

গতকাল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ বেশ কয়েকটি সংগঠনের সমর্থকেরা হামলা চালায়। এসময় বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়। একই দিনে মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আয়োজনে বিক্ষোভ হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করে। একই সঙ্গে এ ঘটনাকে কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়। ভারত সরকার এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বাংলাদেশি কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, “যদি এই ঘটনা বাংলাদেশে ‘মুসলিম সংঘর্ষ সমিতি’ নামক কোনো সংগঠন ঘটাত, তাহলে ভারত কীভাবে আক্রমণাত্মক প্রচারণা চালাত, তা ভাবার বিষয়।”

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ভারতের প্রতি তোষণনীতিতে ছিল ক্ষমতায় থাকার লোভে। তবে এখনকার বাংলাদেশ স্বাধীন এবং সমমর্যাদা ও আত্মমর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায়।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতিসংঘে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব নিয়েও সমালোচনা করেন আসিফ নজরুল। তিনি বলেন, ভারতের দলিত ও সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বরং মমতার লজ্জিত হওয়া উচিত।

“আমরা বন্ধুত্ব চাই, তবে তা হবে সমমর্যাদা ও সমানাধিকারের ভিত্তিতে,” যোগ করেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে তাগিদ প্রধান উপদেষ্টার

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে তাগিদ প্রধান উপদেষ্টার