ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন করেছেন বাদশাহ সালমান কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান ৩ দিন শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, কমছে জনপ্রিয়তা: জরিপ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৫২৫ টাকা 

আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামাল বাংলাদেশ

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১২:১৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১২:১৫:৩৪ অপরাহ্ন
আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামাল বাংলাদেশ

ভারতের ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। সোমবার (৩ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আদানি গ্রুপের কাছে বিদ্যুৎ ক্রয় বাবদ বাংলাদেশের বিপুল পরিমাণ বকেয়া অর্থ জমে থাকার কারণে গত ৩১ অক্টোবর থেকেই বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছিল আদানি গ্রুপ। ধারণা করা হচ্ছে, বকেয়া অর্থের চাপ কমানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকার।

তবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, বিদ্যুতের চাহিদা কমে যাওয়ার কারণেই বিদ্যুৎ ক্রয় কমানো হয়েছে। বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম রয়টার্সকে বলেছেন, “আদানি গ্রুপ প্রথম যখন বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিলো, আমরা তখন বিস্মিত ও ক্ষুব্ধ ছিলাম। তবে এখন শীতের মৌসুমে বিদ্যুতের চাহিদা কম থাকায় আমরাও বিদ্যুৎ ক্রয়ের পরিমাণ কমিয়েছি।”

২০১৭ সালে শেখ হাসিনার সরকার আদানি গ্রুপের সঙ্গে ২৫ বছরের চুক্তি স্বাক্ষর করে এবং ঝাড়খণ্ডের গোড্ডায় ৮০০ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়, যা শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য।

অন্যদিকে, আদানি গ্রুপের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১৪ দশমিক ৮৭ টাকায় কিনে বাংলাদেশে ৮ দশমিক ৯৫ টাকায় বিক্রি করে থাকে। এর ফলে প্রতি বছর বাংলাদেশ সরকারকে বিদ্যুৎ খাতে ৩,২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়।

এদিকে, আদানি গ্রুপের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের কাছে তাদের মোট ৯০ কোটি ডলার পাওনা ছিল। সরকারের পরিবর্তনের পর কিছু অর্থ পরিশোধ করা হলেও এখনও বেশ কিছু বকেয়া অর্থ রয়েছে। তবে বাংলাদেশ সরকার শিগগিরই এই অর্থ পরিশোধ করবে বলে আশা প্রকাশ করেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি