ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা

আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামাল বাংলাদেশ

  • আপলোড সময় : ০৩-১২-২০২৪ ১২:১৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৪ ১২:১৫:৩৪ অপরাহ্ন
আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামাল বাংলাদেশ

ভারতের ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ। সোমবার (৩ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আদানি গ্রুপের কাছে বিদ্যুৎ ক্রয় বাবদ বাংলাদেশের বিপুল পরিমাণ বকেয়া অর্থ জমে থাকার কারণে গত ৩১ অক্টোবর থেকেই বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছিল আদানি গ্রুপ। ধারণা করা হচ্ছে, বকেয়া অর্থের চাপ কমানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকার।

তবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, বিদ্যুতের চাহিদা কমে যাওয়ার কারণেই বিদ্যুৎ ক্রয় কমানো হয়েছে। বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম রয়টার্সকে বলেছেন, “আদানি গ্রুপ প্রথম যখন বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিলো, আমরা তখন বিস্মিত ও ক্ষুব্ধ ছিলাম। তবে এখন শীতের মৌসুমে বিদ্যুতের চাহিদা কম থাকায় আমরাও বিদ্যুৎ ক্রয়ের পরিমাণ কমিয়েছি।”

২০১৭ সালে শেখ হাসিনার সরকার আদানি গ্রুপের সঙ্গে ২৫ বছরের চুক্তি স্বাক্ষর করে এবং ঝাড়খণ্ডের গোড্ডায় ৮০০ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়, যা শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য।

অন্যদিকে, আদানি গ্রুপের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১৪ দশমিক ৮৭ টাকায় কিনে বাংলাদেশে ৮ দশমিক ৯৫ টাকায় বিক্রি করে থাকে। এর ফলে প্রতি বছর বাংলাদেশ সরকারকে বিদ্যুৎ খাতে ৩,২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়।

এদিকে, আদানি গ্রুপের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের কাছে তাদের মোট ৯০ কোটি ডলার পাওনা ছিল। সরকারের পরিবর্তনের পর কিছু অর্থ পরিশোধ করা হলেও এখনও বেশ কিছু বকেয়া অর্থ রয়েছে। তবে বাংলাদেশ সরকার শিগগিরই এই অর্থ পরিশোধ করবে বলে আশা প্রকাশ করেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম

কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম