ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে আখাউড়ামুখী লংমার্চ কর্মসূচি ঘিরে আখাউড়া সীমান্তে উত্তেজনা তৈরি হওয়ায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তবে, সকাল থেকেই আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় সূত্র অনুযায়ী, আগরতলা শহরের কুঞ্জবন এলাকায় সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার পর, আখাউড়া স্থলবন্দরমুখী লংমার্চ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচি দুপুর সাড়ে ১২টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে।
সীমান্তে উত্তেজনা রোধ করতে বিজেপি পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের গতিবিধি কিছুটা শিথিল করা হয়েছে।
এ বিষয়ে ৬০ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা রোধ করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা পুরোপুরি জোরদার করা হয়েছে।
Mytv Online