ইংলিশ ফুটবল ইতিহাসে এবার এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। ১০০০ বছরের পুরনো মহাকাব্য শাহনামার নায়ক রুস্তম ও তার পুত্র সোহরাবের করুণ কাহিনীর মতো, ফুটবল মাঠে এবার বাবা ও ছেলে একে অপরের বিপক্ষে খেলতে নামছেন। ইংলিশ ফুটবলার অ্যাশলি ইয়াং এবং তার ছেলে টাইলর ইয়াংয়ের মধ্যে এই বিশেষ লড়াই হবে।
অ্যাশলি ইয়াং, যিনি ইংল্যান্ডের হয়ে ৩৯টি ম্যাচ খেলে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইন্টার মিলানসহ বেশ কিছু বড় ক্লাবে শিরোপা জিতেছেন, বর্তমানে এভারটন দলের সদস্য। তার ছেলে টাইলর ইয়াং ইংলিশ ফুটবলের তৃতীয় ধাপ লিগ ওয়ান ক্লাব পিটারবারা ইউনাইটেডের হয়ে খেলছেন। এফএ কাপের তৃতীয় রাউন্ডে এভারটন এবং পিটারবারার লড়াই হবে আগামী ১১ জানুয়ারি গুডিসন পার্কে।
এখন পর্যন্ত ৭০০-এর বেশি ম্যাচ খেলা অ্যাশলি ইয়াং নিজের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের সেরা সময়গুলো কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলায়। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হতে পারে এই মুহূর্তে, যখন তিনি তার ছেলের বিপক্ষে খেলবেন। পিটারবারা ইউনাইটেডে যোগ দেয়ার পর, ১৮ বছর বয়সী টাইলর তার প্রথম পেশাদার ম্যাচ খেলেন গত অক্টোবর মাসে।
অ্যাশলি ইয়াং এই ম্যাচটির জন্য অত্যন্ত উচ্ছ্বসিত। ইনস্টাগ্রামে তিনি জানান, “ওয়াও! স্বপ্ন তাহলে সত্যি হতে পারে।”