বলিউডের আলোচিত তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। তাদের ১৭ বছরের দাম্পত্যে ফাটলের জল্পনা বি-টাউনে নতুন নয়। সম্প্রতি এসব গুঞ্জনের পালে হাওয়া লেগেছে, কারণ বচ্চন পরিবারের নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে না ঐশ্বরিয়াকে।
অন্যদিকে, অভিষেক বচ্চনের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের সম্পর্ক নিয়েও জল্পনা তুঙ্গে। তবে অভিষেক বা ঐশ্বরিয়া কেউই এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি, যা বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে।
এমন পরিস্থিতিতে ঐশ্বরিয়া রাই কাজের জগতে ফেরার ইঙ্গিত দিয়ে আলোচনায় আসলেন। সম্প্রতি রূপটান শিল্পী অ্যাড্রিয়ান জ্যাকব তার সঙ্গে একটি শুটিং স্পটের ছবি শেয়ার করেন। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা। জ্যাকব ঐশ্বরিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও প্রকল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
এই খবর শুনে ভক্তরা উচ্ছ্বসিত। অনেকে মনে করছেন, বড় পর্দায় আবারও ঐশ্বরিয়াকে দেখার সময় এসেছে। আর এ নিয়ে জল্পনাও শুরু হয়েছে—নায়িকা কি নতুন সিনেমায় ফিরছেন, নাকি এটি অন্য কোনো প্রকল্প?
অপেক্ষা এখন শুধু সময়ের। ঐশ্বরিয়া রাই তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের সমীকরণ কীভাবে মেলে ধরেন, তা দেখার বিষয়।