ভারত ও চীন সম্পর্কের উন্নতি হয়েছে বলে মঙ্গলবার ভারতীয় সংসদের নিম্নকক্ষে এক বিবৃতিতে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি উল্লেখ করেছেন, ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর ক্রমাগত কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, সীমান্তে শান্তি না আসলে দুই দেশের সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হতে পারে না।
জয়শঙ্কর আরও বলেন, ভারত চায় সীমান্ত সমস্যার একটি যুক্তিগ্রাহ্য, যথার্থ এবং দুই দেশের জন্য গ্রহণযোগ্য সমাধান। তিনি ভারতীয় সেনাদের সাহসিকতা ও চীনের মোকাবেলায় তাদের ভূমিকার প্রশংসা করেছেন। সীমান্ত ব্যবস্থাপনা কার্যকরভাবে করতে এবং উত্তেজনা কমাতে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
অক্টোবর মাসে ভারত ও চীন লাদাখ সীমান্তে কিছু জায়গায় বোঝাপড়ায় পৌঁছানোর পর এই বিবৃতিটি দেওয়া হয়। তবে, সীমান্ত সমস্যা নিয়ে বিরোধী দলের কোনো প্রশ্নের উত্তর দেননি পররাষ্ট্রমন্ত্রী, এবং সংসদে গালওয়ানে সংঘর্ষের পর কোনো বিতর্কের অনুমতি দেওয়া হয়নি।
আজ, সংসদের শীতকালীন অধিবেশনে উত্তাল পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বিরোধী দলের সদস্যরা সরকারকে কিছু সময়ের জন্য সভা থেকে ওয়াক আউট করেন। তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি কংগ্রেসের সিদ্ধান্তে বিরোধিতা করেন এবং সংসদের কাজ চালানোর পক্ষে মত দেন।