আগামীকাল রোববার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২নং কোর্টের বিচারিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৩ নং কোর্টের এজলাস কক্ষে পরিচালিত হবে।আপিল বিভাগের রেজিষ্ট্রার মুহা. হাসানুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৭ অক্টোবর রোববার আপিল বিভাগের ২নং কোর্টের বিচারিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৩ নং কোর্টের এজলাস কক্ষে যথারীতি পরিচালিত হবে।’ জনস্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।