ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

সেঞ্চুরি মিস করা জাকেরকে মন খারাপ করতে নিষেধ মুশফিকের

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ১২:১৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১২:১৪:৩২ অপরাহ্ন
সেঞ্চুরি মিস করা জাকেরকে মন খারাপ করতে নিষেধ মুশফিকের
জাকের আলী অনিকের ছোট্ট টেস্ট ক্যারিয়ারেই অসাধারণ এক ইনিংস। কিংস্টোন টেস্টে বাংলাদেশের জয়ে তাইজুল ইসলাম আর নাহিদ রানা যতই আলোচনায় থাকুক, জাকেরের ইনিংসটাও ভুলে যাওয়ার মতো নয়। তার ওয়ানডে ধাঁচের ইনিংসটাই মূলত বোলারদের জন্য পর্যাপ্ত পুঁজি এনে দিয়েছে। তবে আক্ষেপের বিষয়, মাত্র ৯ রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা মিস করেছেন জাকের। আলজারি জোসেফের বলে ৯১ রানে আউট হয়ে ফিরতে হয় তাকে। 

ইনজুরির কারণে এই সফরে দলে নেই মুশফিকুর রহিম। তার জায়গায় সুযোগ পাওয়া জাকের টানা তিন টেস্টে অর্ধশতক হাঁকিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। 

তবে কিংস্টোন টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির একেবারে কাছে গিয়েও হতাশ হতে হয়েছে তাকে। ১০৬ বলের ইনিংসে ৮টি চার আর ৫টি ছক্কায় ৯১ রান করেন জাকের। তার আউটের পরই বাংলাদেশের ইনিংস শেষ হয়। তবে ততক্ষণে বাংলাদেশের বোলারদের জন্য প্রয়োজনীয় রান তোলা হয়ে গেছে। 

২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে হলে ক্যারিবিয়ানদের গড়তে হতো ইতিহাস। তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে ৫ উইকেট তুলে নিয়ে তাদের ইনিংস ১৮৫ রানে গুটিয়ে দেন। বাংলাদেশ পায় ১০১ রানের বড় জয়। 

মুশফিক তার ছোট ভাই জাকেরের এই ইনিংসে দারুণ খুশি। ফেসবুকে তিনি লিখেছেন, “তোমাকে টেস্ট ক্যাপ দেওয়ার সময়ই বলেছিলাম, তুমি অনেক বড় কাজ করবে। মন খারাপ করো না, শতক তোমার প্রাপ্য ছিল ঠিকই, তবে তোমার এই ইনিংসই ইনশাআল্লাহ ম্যাচ জেতানো ইনিংস হয়ে থাকবে।” 

অভিষেকের পর থেকেই জাকের টেস্ট ক্রিকেটের মেজাজ দেখিয়েছেন। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ রানের ইনিংস দিয়ে শুরু, এরপর অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৫৩ আর ৩১। এবার জ্যামাইকার দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে খেললেন ম্যাচ জেতানো ৯১ রানের ইনিংস। 

এমন ধারাবাহিকতায় জাকের আলী অনিক হয়ে উঠছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নতুন ভরসা। 

/এসআইপি

কমেন্ট বক্স