জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে গেল বায়ার্ন মিউনিখের সফর। লেভারকুজেনের কাছে ১-০ গোলে হেরে বুন্ডেসলিগায় এখন পর্যন্ত অপরাজিত থাকা বায়ার্ন শেষ ষোল থেকে বিদায় নিয়েছে।
ম্যাচের মাত্র ১৭ মিনিটে বায়ার্নের জন্য সবচেয়ে বড় ধাক্কা আসে। ডাচ ডিফেন্ডার ইয়েরেমি ফ্রিম্পংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার।
২০০৪ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করার পর এটি ছিল তার প্রথম লাল কার্ড পাওয়া। একদিকে চোটের কারণে ছিলেন হ্যারি কেইন, অন্যদিকে নয়ারের লাল কার্ডে দশজনের দল নিয়ে চাপে পড়ে বায়ার্ন।
তবে, দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেছিল বায়ার্ন। কিন্তু ৬৯ মিনিটে লেভারকুজেনের নাইজেরীয় মিডফিল্ডার টেলার একটি দুর্দান্ত গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। এরপর আর কোন গোল করতে পারেনি বায়ার্ন, এবং ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেভারকুজেন।