বিশ্বব্যাপী মুসলমানদের কাছে এক শ্রদ্ধার স্থান অধিকারী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, নানা ইতিবাচক পদক্ষেপের জন্য জনপ্রিয় হলেও তার বক্তব্যের সমালোচনায় ৯ জনকে কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত।
ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ৯ জন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সমাবেশের সময় বিক্ষোভ করেন। তাদের অভিযোগ ছিল, তুর্কি সরকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার একটি ফোরামে বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান সরকারের বিরুদ্ধে সমালোচনা করে বিক্ষোভকারীরা স্লোগান দেন, “গাজায় বোমা যাচ্ছে, গণহত্যায় মদদ বন্ধ করো।” তাদের বক্তব্য ছিল, এরদোয়ান সরকার ইসরায়েলের প্রতি যথাযথ সংহতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং তাদের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অপমান ও বেআইনিভাবে বিক্ষোভ করার অভিযোগ আনা হয়।
এ বিষয়ে তুরস্কের অধিকারকর্মী ও বিরোধী রাজনীতিবিদরা তীব্র সমালোচনা করেছেন। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল তাদের গ্রেপ্তারের ঘটনাকে গণতন্ত্রের জন্য আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "গণতন্ত্রের গুরুতর সংকটের সংকেত দিয়েছে এই গ্রেপ্তার। তরুণরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করেছিল, তাদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।"
এ ঘটনায় তুরস্কে মানবাধিকার পরিস্থিতি এবং সরকারবিরোধী মত প্রকাশের স্বাধীনতার প্রতি উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।
Mytv Online