ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব জলবসন্ত হলে খাবেন না ৪ খাবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা ঋণের অর্থ ছাড়ের আগে শনিবার ঢাকা আসছে আইএমএফের প্রতিনিধি দল বিমসটেক সম্মেলন: পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক চলছে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ বন্ধুরা মিলে মদ পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৮ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা এনসিপির অভিযোগ— স্থানীয় পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ নেই ফোর্বসের প্রতিবেদন: বিশ্বধনীদের তালিকায় শীর্ষে যারা তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের ট্রেন থেকে ছোড়া পানির বোতল বুকে লেগে কিশোরের মৃত্যু ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু সীমান্তে মাইন বিস্ফোরণ, পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে : জামায়াতের আমির ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ : পররাষ্ট্রসচিব রংপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেফতার সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন নয়: ড. খলিলুর রহমান ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের যে সিনেমা

জুলাই-আগস্টে আহতদের পুনর্বাসনে প্রকল্প নেবে যুব মন্ত্রণালয়

  • আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৫:৩০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৫:৩০:২০ অপরাহ্ন
জুলাই-আগস্টে আহতদের পুনর্বাসনে প্রকল্প নেবে যুব মন্ত্রণালয়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশের গত জুলাই-আগস্টের ছাত্র অভ্যুত্থানে আহত যুবকদের পুনর্বাসনে একটি নতুন প্রকল্প হাতে নেবে। এই প্রকল্পের মাধ্যমে আহত ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাঁদের শ্রমবাজারে পুনর্বহাল করার উদ্যোগ নেওয়া হবে।

আজ রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত গোলটেবিল আলোচনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এ বিষয়ে তথ্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান এবং একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সানেমের জ্যেষ্ঠ গবেষণা ফেলো আফিয়া মুবাশশিরা তিয়াশা।

গত জুলাই-আগস্টে দেশে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের আন্দোলনসহ সারা দেশে সংঘাতের ফলে ১৮,০০০ এর বেশি মানুষ আহত হন, যাদের মধ্যে অনেকেই তরুণ। অনেক তরুণের দৃষ্টি হারানোর পাশাপাশি গুরুতর শারীরিক ক্ষতিও হয়েছে।

এ প্রসঙ্গে রেজাউল মাকছুদ জাহেদী জানান, আহত তরুণদের শ্রেণিবিন্যাস করে তাঁদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং এটি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়া হবে। বর্তমানে চাহিদা যাচাইয়ের কাজ চলছে এবং পরবর্তীতে বাজেট নির্ধারণ করে প্রকল্প চূড়ান্ত করা হবে।

গোলটেবিল আলোচনায় সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান উল্লেখ করেন যে, গত এক দশকে তরুণদের অর্থনৈতিক উদ্যোগে সম্পৃক্ত করা হয়নি এবং তাঁদের চাকরির সুযোগ ছিল সীমিত। সরকার ভৌত অবকাঠামোতে বিনিয়োগ করলেও সামাজিক অবকাঠামোতে বিনিয়োগের অভাব ছিল। তিনি বলেন, বর্তমান সরকারকে তরুণদের জন্য শোভন চাকরির সুযোগ নিশ্চিত করতে হবে এবং যুবদের সম্পৃক্ততা বাড়াতে কাঠামোগত পরিবর্তন আনতে হবে।

এছাড়াও একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির নারীদের বিশেষ করে তরুণীদের 'আনপেইড' কাজের স্বীকৃতি দেওয়ার এবং চাকরির বাজারের সঙ্গে প্রাসঙ্গিক শিক্ষার ক্ষেত্র তৈরির পরামর্শ দেন।


কমেন্ট বক্স
মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব

মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব