রাশিয়ার জনপ্রিয় অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়া থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ২৯ নভেম্বর, থাইল্যান্ডের কো সামুই দ্বীপে যোগব্যায়াম করার সময় একটি বিশাল ঢেউয়ের কবলে পড়ে তিনি ভেসে যান।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কামিলা পাথুরে এলাকায় মাদুর নিয়ে যোগব্যায়াম করছিলেন, তখন একটি ৯ ফুটের বিশাল ঢেউ তাকে আছড়ে পড়ে এবং তিনি পানিতে ভেসে যান। এর পরে এক পথচারী তার সাহায্য করতে এগিয়ে আসেন, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনার ১৫ মিনিট পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালেও ঢেউয়ের কারণে তারা তার কাছে পৌঁছাতে পারেননি। পরবর্তীতে সেখান থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করা হয়।
কামিলা রুশ বংশোদ্ভূত ছিলেন এবং বয়ফ্রেন্ডের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই এলাকার প্রশংসা করে একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি ওই স্থানটিকে "বাড়ি" এবং "পৃথিবীর সেরা জায়গা" বলে উল্লেখ করেছিলেন।
থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং পর্যটকদের ঝুঁকিপূর্ণ এলাকা ও পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে।