ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। তিনি বরাবরই কাজ এবং ক্যারিয়ার নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে সম্প্রতি ভক্তদের সুখবর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তিনি নতুন আউটফিটে হাজির হয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।
৪১ বছর বয়সেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন রুনা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে সাদা গাউনে খোলামেলা লুকে দেখা গেছে তাকে। ছবিগুলোতে তার হালকা গহনা এবং মেকআপ ভক্তদের হৃদয়ে যেন ঝড় তুলেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রুনা খান সাদার সাজে হাজির হন। একটি ফ্যাশন কোম্পানির প্রচারণার অংশ হিসেবে তিনি কভার মডেল হয়েছেন। ফেসবুকে শেয়ার করা একাধিক ছবিতে তার খোলামেলা রূপে ভক্তরা মুগ্ধ হয়েছেন।
এছাড়া, এক সাক্ষাৎকারে রুনা খান জানিয়েছেন, তিনি ৮০ বছর বয়সেও মডেলিং করতে চান। তিনি বলেন, “আমারই সমবয়সি অপূর্ব, নিশো, তাদের পরিবার আছে, সন্তানও আছে, কিন্তু তারপরও তারা আকর্ষণীয়। তাদের প্রতি কেন এমন প্রশ্ন উঠছে না? ৪০-৪২ বছর বয়সী অপূর্ব বা শুভকে যদি সুন্দর এবং আকর্ষণীয় মনে করা হয়, তাহলে ৪০-৪২ বছর বয়সী রুনা খান, বাঁধনদেরকেও একইভাবে আকর্ষণীয় মনে করা উচিত।”
অভিনেত্রী বর্তমানে জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় কাজ করছেন, যা শিশু বিক্রির মতো সমসাময়িক একটি গুরুতর বিষয় নিয়ে নির্মিত।