ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর ‘মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে’ তুরস্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত দুদক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, যোগাযোগের পরামর্শ মহাপরিচালকের নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল শিক্ষার্থীর মরদেহ বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান যখন কাউকে প্রয়োজন হবে, তখনই আপনি একা : পরীমণি আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত: শফিকুর রহমান ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন মির্জা ফখরুল বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জেলেনস্কিকে গুরুত্বপূর্ণ মনে করেন না ট্রাম্প মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

চরমপন্থা যেদিক থেকেই আসুক প্রশ্রয় দেব না: জামায়াতের আমির

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৫:০২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৫:০২:০৯ অপরাহ্ন
চরমপন্থা যেদিক থেকেই আসুক প্রশ্রয় দেব না: জামায়াতের আমির
চরমপন্থা যেদিক থেকেই আসুক, তাকে ঘৃণা করার এবং প্রশ্রয় না দেওয়ার কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, "যে রূপ নিয়েই আসুক, সকল রূপের চরমপন্থাকে ঘৃণা করব, প্রশ্রয় দেব না। এ ব্যাপারে একমত হয়েছি।"

আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, "ভিন্নমত, ভিন্ন আদর্শ—এ সবকিছুর ঊর্ধ্বে দেশ আমাদের সবার। আগামী দিনের বাংলাদেশ গঠনে আমরা নানা অন্তরায় দেখতে পাচ্ছি। ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে প্রতিবেশীসুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উসকানিমূলক, অসহিষ্ণু এবং অগ্রহণযোগ্য। মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য তারা অপপ্রচার চালাচ্ছে। আমরা এগুলোর নিন্দা জানাচ্ছি।"

তিনি আরও বলেন, "একটি জায়গায় সবাই একমত হয়েছি, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা একমত থাকব, যেমন অতীতে ছিলাম। ৫ আগস্টেও যেমন ছিলাম।"

শফিকুর রহমান বলেন, "সমস্ত অংশীজনের সঙ্গে মতবিনিময়ের পর সরকারের পক্ষ থেকে একটি জাতীয় ঘোষণা আসবে। এ ক্ষেত্রে যার যা প্রয়োজনীয় পরামর্শ দেব। চরমপন্থা যেদিক থেকেই আসুক, আমরা তাকে ঘৃণা করি। প্রশ্রয় দেব না, মেনে নেব না। এ ব্যাপারে আমরা একমত হয়েছি।"

মামুনুল হক: ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে ঐক্য

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, "দেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ নিয়েছে, তার সঙ্গে দেশের সব রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে।"

মামুনুল হক আরও বলেন, "বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই একমত হয়েছি। ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করতে হবে এবং বিশ্বের যে সব দেশ ভারতের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে সংহতি গড়ে তুলতে হবে।"

আবদুর রব ইউসুফী: ভারতীয় নাগরিকদের ভিসা না দেওয়ার আহ্বান

বৈঠক শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আবদুর রব ইউসুফী বলেন, "বর্তমানে বাংলাদেশের কোনো নাগরিকের ভারতে যাওয়া সমীচীন নয়, এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি।"

তিনি বলেন, "ভারতীয় নাগরিকদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, তবে ইসকন নামক একটি সংগঠন সন্ত্রাসী সংগঠন। তাদের কোনো লোক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমাদের সতর্কতা রয়েছে।"

আবদুর রব ইউসুফী আরও বলেন, "ইসকন সদস্যরা দেশে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে, শান্তিশৃঙ্খলাবিরোধী কাজ করতে পারে। তাই আমরা আহ্বান জানাচ্ছি, আপাতত সকল ভারতীয় নাগরিককে ভিসা না দেওয়ার জন্য।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির

প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির