ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশানে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক কিছুদিন দেরি করে হলেও সুষ্ঠু নির্বাচন আমাদের প্রায়োরিটি: আসিফ মাহমুদ বিয়ে করলেই ১৬ লাখ টাকা উপহার, সন্তান হলে মিলবে ৩২ লাখ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা সিরিয়া থেকে ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে শ্রমিক হত্যা, বিক্ষোভ মুর্শিদাবাদে বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল! ২৬৮ আসনে এককভাবে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লায় গুলি করে দুজনকে হত্যা প্রেমিকার জন্মদিনে ২৬ কিলোমিটার দৌড়ালেন প্রেমিক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে পলাতক প্রধান শিক্ষক, মাদরাসায় আগুন ভাইরাল শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট চুরির দায়ে পুকুরে ২০ ডুব চোরের, শাস্তির পর মানবিকতাও দেখাল বরিশালবাসী হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্তে যা জানা গেলো মঈনুল রোডের সেই বাড়িটিই খালেদা জিয়ার শেষ স্থায়ী ঠিকানা আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ উচ্ছ্বাস নিয়ে জীবনের প্রথমবার স্কুলে জুনায়েদ, বাড়ি ফিরলো নিথর দেহে

চরমপন্থা যেদিক থেকেই আসুক প্রশ্রয় দেব না: জামায়াতের আমির

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৫:০২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৫:০২:০৯ অপরাহ্ন
চরমপন্থা যেদিক থেকেই আসুক প্রশ্রয় দেব না: জামায়াতের আমির
চরমপন্থা যেদিক থেকেই আসুক, তাকে ঘৃণা করার এবং প্রশ্রয় না দেওয়ার কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, "যে রূপ নিয়েই আসুক, সকল রূপের চরমপন্থাকে ঘৃণা করব, প্রশ্রয় দেব না। এ ব্যাপারে একমত হয়েছি।"

আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, "ভিন্নমত, ভিন্ন আদর্শ—এ সবকিছুর ঊর্ধ্বে দেশ আমাদের সবার। আগামী দিনের বাংলাদেশ গঠনে আমরা নানা অন্তরায় দেখতে পাচ্ছি। ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে প্রতিবেশীসুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উসকানিমূলক, অসহিষ্ণু এবং অগ্রহণযোগ্য। মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য তারা অপপ্রচার চালাচ্ছে। আমরা এগুলোর নিন্দা জানাচ্ছি।"

তিনি আরও বলেন, "একটি জায়গায় সবাই একমত হয়েছি, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা একমত থাকব, যেমন অতীতে ছিলাম। ৫ আগস্টেও যেমন ছিলাম।"

শফিকুর রহমান বলেন, "সমস্ত অংশীজনের সঙ্গে মতবিনিময়ের পর সরকারের পক্ষ থেকে একটি জাতীয় ঘোষণা আসবে। এ ক্ষেত্রে যার যা প্রয়োজনীয় পরামর্শ দেব। চরমপন্থা যেদিক থেকেই আসুক, আমরা তাকে ঘৃণা করি। প্রশ্রয় দেব না, মেনে নেব না। এ ব্যাপারে আমরা একমত হয়েছি।"

মামুনুল হক: ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে ঐক্য

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, "দেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ নিয়েছে, তার সঙ্গে দেশের সব রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে।"

মামুনুল হক আরও বলেন, "বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই একমত হয়েছি। ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করতে হবে এবং বিশ্বের যে সব দেশ ভারতের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে সংহতি গড়ে তুলতে হবে।"

আবদুর রব ইউসুফী: ভারতীয় নাগরিকদের ভিসা না দেওয়ার আহ্বান

বৈঠক শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আবদুর রব ইউসুফী বলেন, "বর্তমানে বাংলাদেশের কোনো নাগরিকের ভারতে যাওয়া সমীচীন নয়, এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি।"

তিনি বলেন, "ভারতীয় নাগরিকদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, তবে ইসকন নামক একটি সংগঠন সন্ত্রাসী সংগঠন। তাদের কোনো লোক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমাদের সতর্কতা রয়েছে।"

আবদুর রব ইউসুফী আরও বলেন, "ইসকন সদস্যরা দেশে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে, শান্তিশৃঙ্খলাবিরোধী কাজ করতে পারে। তাই আমরা আহ্বান জানাচ্ছি, আপাতত সকল ভারতীয় নাগরিককে ভিসা না দেওয়ার জন্য।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দরকারি কথা হামেশাই ভুলে যাচ্ছেন? সমস্যা থেকে মুক্তির ৫ কৌশল

দরকারি কথা হামেশাই ভুলে যাচ্ছেন? সমস্যা থেকে মুক্তির ৫ কৌশল