বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং’ দলের সদস্য বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় বারাসাত রেলওয়ে স্টেশনে বজরং দলের বেশ কয়েকজন সদস্য বাংলাদেশের জাতীয় পতাকা আঁকেন এবং তার ওপর দাঁড়িয়ে থাকেন। তাদের এ কর্মকাণ্ডে পতাকা অবমাননার অভিযোগ ওঠে, এরপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায়। তারা বজরং দলের সদস্য বলে সংগঠনের নেতা বাপন বিশ্বাস নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার তিনজন তাদের দলের সদস্য। বাপন বিশ্বাস আরও বলেন, “যদি তাদের মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা বড় আন্দোলনের দিকে যাবো।”
এই ঘটনার পর স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।