ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ , ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা! সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না যুক্তরাষ্ট্রে আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা, গ্রেফতার ৪ আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস ট্রাম্প-মোদির বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা ভারতের মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ : প্রেস সচিব দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু ধর্ম নিয়ে দুই স্ত্রীর টানাটানিতে ১০ বছর ধরে ঢামেকের মর্গে স্বামীর মরদেহ জাতিসঙ্ঘের মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’ খ্যাত রনিত যুক্তরাষ্ট্রে আরও রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ওষুধ, রেস্তোরাঁ ও পোশাকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী শাহজালালে বোমাতঙ্কের অবসান, যাত্রীরা নিরাপদ তিন বাহিনীর পোশাকের ডিজাইনার ও অনুমোদনকারীদের দ্রুত গ্রেপ্তার করা হউক - আসিফ চালের দামে অস্থিরতা কমেছে, আমদানি করা হচ্ছে ১০ লাখ টন চাল–গম: খাদ্য উপদেষ্টা ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ চলছে : রুবিও ফ্রান্সে অবৈধ বসবাসে সহায়তা, ভারতীয়কে ৩০ মাসের কারাদণ্ড

রাতে ফুটপাতের দোকানে পিঠপুলির স্বাদ নিলেন উপদেষ্টা সাখাওয়াত

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৯:৫৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:৫৯:২০ পূর্বাহ্ন
রাতে ফুটপাতের দোকানে পিঠপুলির স্বাদ নিলেন উপদেষ্টা সাখাওয়াত

যশোর শহর ঘুরে দেখলেন অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। শুক্রবার রাত ৮টার দিকে যশোর দড়াটানা, শহরের ধর্মতলা এলাকাসহ কয়েকটি স্থান ঘুরে জনতার সঙ্গে দিয়েছেন আড্ডা। নিয়েছেন স্থানীয় সব পিঠাপুলি ও খাবারের স্বাদ।এদিকে বিশেষ কোনো প্রটোকল বাদেই সাধারণ বেশে শহর ঘুরে বেড়ানো এবং জনসাধারণের সঙ্গে মিশে খাবার খাওয়া বিষয়টির প্রশংসা করেছেন সবাই। সড়কের পাশে প্লাস্টিকের টুলে বসে খাবার খাওয়া ও আড্ডা দেওয়ার এমন ছবিও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে করছেন প্রশংসাও।জানা যায়, দুই দিনের রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শুক্রবার সকালে যশোরে আসেন। এরপর তিনি বেনাপোল বন্দর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এদিন বিকালে তিনি যশোর সার্কিট হাউজে উঠেন। বিশ্রাম শেষে তিনি রাতে যশোর শহর ঘুরার উদ্দেশ্য বের হন।

প্রথমে তিনি যশোর ঐতিহ্যবাহী জেলা প্রশাসকের কার্যালয় ও কালেক্টরেট ভবন এবং তার পার্ক ঘুরে দেখেন। এরপর তিনি কালেক্টরেট ভবনের সামনের সড়কে অবস্থিত কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পরিচালনায় আইডিয়া পিঠা পার্কের অস্থায়ী ফুড কার্ডে আসেন। সেখানে শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির এই উদ্যোগকে তিনি প্রশংসা করেন।এর পর আইডিয়ার ফুড কার্ডের ভ্যানে সাজানো দেশীয় সব পিঠা দেখে চমকে উঠেন। এসব পিঠার স্বাদ নিতে নিতে তিনি স্মৃতিমন্থন করেন শৈশবকালের পিঠায় দাদি-নানিদের স্পর্শের কথা। এ সময় তিনি আড্ডায় স্মৃতিচারণ করেন এই শহরের নানা স্থাপনা, ব্যক্তি ও সড়কগুলোকে নিয়ে।তিনি বলেন, এই শহর অনেক পুরনো। অনেক স্মৃতি আমার। অনেক সড়ক এবং স্থাপনা আছে যা এখনো স্মৃতিমন্থন করি। সময়ের সঙ্গে এই শহর পরিবর্তন ঘটেছে বলেও জানান তিনি। তবে সুপরিকল্পিত ভাবে শহরটাকে সুন্দর করতে তিনি স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় তার সামনে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাকে এই শহরে তার স্মৃতির নানা ঘটনা বলেও শুনান। এ সময় তার সঙ্গে সেলফি তুলতে উৎসুক জনতার ভিড় লেগে যায়।এরপর তিনি যশোর শহরের অন্য প্রান্তে ধর্মতলাতে যান। সেখানে তিনি স্থানীয়ভাবে জনপ্রিয় গরুর দুধের চা পান করেন এবং জনসাধারণের সঙ্গেও কথাবার্তা বলেন।এদিকে বিশেষ কোনো প্রটোকল বাদেই সাধারণ বেশে শহর ঘুরে বেড়ানো এবং জনসাধারণের সঙ্গে মিশে খাবার খাওয়া বিষয়টির প্রশংসা করেছেন যশোরবাসী। অনেকেই উপদেষ্টার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলছেন, ‘রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ মানুষ; সড়কের পাশে বসে খাবার খাচ্ছে। এমন পরিবর্তন তো চাই!’স্থানীয় সাংবাদিক মনিরুল ইসলামও উপদেষ্টার সঙ্গে শহরের এক মোড়ে আড্ডা জমিয়েছেন। তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্তা ব্যক্তি হয়েও যশোরে ফুটপাতে সাধারণ মানুষের সঙ্গে  আড্ডায় বসে পিঠাপুলির স্বাদ নেওয়াটা সত্যিই বিরল ঘটনা। সাধারণ মানুষের সঙ্গে প্রাণ খুলে কথা বলা। যশোরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তার জানার আগ্রহ আমাদেরকে মুগ্ধ করেছে।তিনি বলেন, খোলামেলা আলাপের সময়ে আমি তাকে বলেছি, উচ্চ শিক্ষায় অধ্যায়নরত তরুণদের মধ্যে কর্মসংস্থান নিয়ে চরম হতাশা রয়েছে। এই হতাশা দূর করতে কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দিয়েছি। তিনি গুরুত্বের সঙ্গে এসব কথা শুনেছেন। এটা খুব ভালো লেগেছে।

যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, দেশকে যারা নেতৃত্ব দেবেন, তাদের আমরা সব সময়ই গণ মানুষের কাতারে আশা করি। গণ মানুষের কাতারে না এলে গণ মানুষের চাওয়া-পাওয়া কিংবা চাওয়া পাওয়ার অমিলকেও উপলব্ধি করা যায়না। আজ একজন উপদেষ্টা যেভাবে রাস্তার পাশে বসে পিঠা খেলেন, জনতার সঙ্গে সাবলিলভাবে মিশলেন এটি অনুকরণীয়। নেতৃত্ব কোনো ক্ষমতা নয় বরং একটি দায়িত্ব। আর সেই দায়িত্ব জনতার কাতারে নেমেই পালন করতে হয়, আজ এই সত্য আরও একবার উপলব্ধি করলাম। উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।জেলা প্রশাসন যশোর সূত্রে জানা গেছে, শনিবার এ উপদেষ্টা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে শনিবারও যশোরে অবস্থান করে রোববার ঢাকাতে যাবেন।


কমেন্ট বক্স
৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা!

৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা!