বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ভারত বাংলাদেশের জনগণকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে এবং এ সংক্রান্ত ষড়যন্ত্রে আওয়ামী লীগও অংশ নিচ্ছে। শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভয়েজ অব টাইমস আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
ডা. জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার জন্য ভারত এবং আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে।” তিনি আরও অভিযোগ করেন যে, ভারতের উগ্রবাদীরা ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে এবং জাতীয় পতাকা অবমাননা করেছে।
তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরবতাও তীব্র সমালোচনা করেন, বিশেষ করে যখন ভারতের নিজ দেশে সংখ্যালঘুদের প্রতি নির্যাতন চলছে।
ডা. জাহিদ হোসেন বলেন, “ভারত বাংলাদেশের জনগণকে বিভাজন ও অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, যাতে দেশে অস্থিরতা তৈরি হয়।” তিনি আরও যোগ করেন, জনগণ কোনো ষড়যন্ত্র মেনে নেবে না এবং খুন, লুটপাট ও নির্যাতনের জন্য বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে।