ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়েছেন তার ভক্তদের। টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর একটি ছবি পোস্ট করে তিনি ঘোষণা করেছেন যে, শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত প্রথম টালিউড সিনেমা ফেলুবক্সী।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে পরীমণি সোহম চক্রবর্তীর ছবির সঙ্গে সিনেমার পোস্টার শেয়ার করেন। পোস্টার থেকে জানা যায়, নতুন বছর ২০২৫ এর ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।
সিনেমার পোস্টার শেয়ার করে পরীমণি কোনো লেখা না দিলেও, ভালোবাসার প্রতীক লাল রঙের একটি হার্ট ইমোজি দিয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন।
ফেলুবক্সী সিনেমায় পরীমণি ছাড়াও প্রধান চরিত্রে রয়েছেন সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকার। থ্রিলার গল্পে এই তিন সেলিব্রেটি একসঙ্গে পর্দায় আসবেন, এবং সিনেমাটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা।