ভয়েস অব আমেরিকার এক জনমত জরিপে বাংলাদেশের জনগণের ভারত ও পাকিস্তান সম্পর্কে মনোভাব প্রকাশিত হয়েছে। জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৫৩.৬% মানুষ ভারতকে পছন্দ করেন, যেখানে ৪১.৩% মানুষ ভারতকে অপছন্দ করেন। অন্যদিকে, পাকিস্তানকে ৫৯% মানুষ পছন্দ করলেও ২৮.৫% মানুষ পাকিস্তানকে অপছন্দ করেন।
মিয়ানমার বাংলাদেশের জনগণের মধ্যে সবচেয়ে বেশি অপছন্দের দেশ হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে ৫৯.১% মানুষ মিয়ানমারকে অপছন্দ করেন। এছাড়া, অন্যান্য আন্তর্জাতিক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং যুক্তরাজ্য যথাক্রমে ৬৮.৪%, ৬৬%, ৬৪% এবং ৬২.৭% মানুষের পছন্দের দেশ হিসেবে পরিলক্ষিত হয়েছে।
এছাড়া, ধর্মীয় ভিত্তিতেও ভারত ও পাকিস্তান সম্পর্কে ভিন্ন ভিন্ন মনোভাব দেখা গেছে। মুসলিম উত্তরদাতাদের মধ্যে ৪৪.২% ভারতকে অপছন্দ করেন, তবে অমুসলিমদের মধ্যে মাত্র ৪.২% ভারতকে অপছন্দ করেন। আবার, পাকিস্তান সম্পর্কে মুসলিমদের মধ্যে ৬০.১% পছন্দ দেখালেও অমুসলিমদের মধ্যে এই সংখ্যা ৪৪.১%।
জরিপে আরও দেখা গেছে, শহুরে এবং মফস্বলের মানুষের মধ্যে ভারতের প্রতি পছন্দের পার্থক্য খুব কম ছিল, তবে মফস্বলবাসীদের মধ্যে পাকিস্তানকে পছন্দ করার হার শহুরে মানুষের চেয়ে কিছুটা কম।