‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় নিহত ভক্তের পরিবারকে ৩৫ লাখ টাকা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ডিসেম্বর ‘পুষ্পা টু: দ্য রুল’প্রেক্ষাগৃহে মুক্তির আগেরদিন হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারের আয়োজন করা হয়। সেখানে সশরীরে হাজির ছিলেন আল্লু অর্জুন। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখতেই সেখানে ছুটে যান ওই ভক্ত।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজ।
৪ ডিসেম্বর ওই থিয়েটারে দর্শকদের ছিল উপচেপড়া ভিড়। এ কারণে থিয়েটারে কিছুক্ষণের মধ্যেই অস্বস্তিবোধ করতে শুরু করে ছেলে শ্রীতেজ। এমন সময় থিয়েটারে আল্লু উপস্থিত হলে দর্শকরা প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। জনতার উপচেপড়া ভিড়ে থিয়েটারের প্রধান ফটক ভেঙে যায়।নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের উদাসীনতায় ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। এতে দর্শকের ভিড়ে পদদলিত হয়ে ৩৫ বছর বয়সী রেবতী মারা যায়। শিশু শ্রীতেজও গুরুতর আহত হয়।
এ ঘটনায় আহত শ্রীতেজকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে ভক্তের পরিবার শুধু নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করেন।এমন পরিস্থিতিতেই ঘটনার দুই দিন পর শুক্রবার (৬ নভেম্বর) আল্লু তার এক্স হ্যান্ডেলে লেখেন, সন্ধ্যা থিয়েটারের ঘটনায় আমি মর্মাহত। এই কঠিন সময়ে শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই। আমি কথা দিচ্ছি, আপনারা একা নন। আমি আপনাদের পাশে আছি।
একটি ভিডিও বার্তায় আল্লু বলেন, এই যন্ত্রণা আপনাদের একার যন্ত্রণা নয়। সিনেমা সংশ্লিষ্ট সকলেই এই ঘটনায় মর্মাহত।
সোশ্যাল মিডিয়ায় নিহত ভক্তের পরিবারকে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৫ লাখ টাকা) সহায়তা দেয়ারও ঘোষণা দেন আল্লু। জানান, আহত শিশুর যাবতীয় চিকিৎসার খরচেও পাশে থাকবেন ‘পুষ্পা’ খ্যাত এ অভিনেতা।