পরবর্তী নেতৃত্ব নিয়ে ভিডিও বার্তায় যা বললেন সিরিয়ার প্রধানমন্ত্রী
-
আপলোড সময় :
০৮-১২-২০২৪ ০১:২৭:৫৬ অপরাহ্ন
-
আপডেট সময় :
০৮-১২-২০২৪ ০১:২৭:৫৬ অপরাহ্ন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজধানী দামেস্কে প্রবেশ করে রাষ্ট্রীয় স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে একটি রেকর্ড করা বার্তায় প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল জলিলি পরবর্তী নেতৃত্ব নিয়ে তার অবস্থান তুলে ধরেন। তিনি জানান, সরকার জনগণের নির্বাচিত নেতৃত্বের অধীনে কাজ করতে প্রস্তুত। পাশাপাশি নিয়মতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা এবং সরকার পরিবর্তনের প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রী ঘাজি আল জলিলি দেশের জনগণের প্রতি সরকারি সম্পদ রক্ষার আহ্বান জানিয়ে বলেন, “আমি আমার বাড়িতেই অবস্থান করছি। নাগরিকদের নিরাপত্তা এবং সরকারি কার্যক্রম পরিচালনার স্বার্থেই আমি কোথাও যাইনি, যাওয়ার পরিকল্পনাও নেই। দিন শেষে, এই সম্পদ আমাদেরই। এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব।”
এদিকে, প্রধান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) একটি বিবৃতিতে যোদ্ধাদের সরকারি স্থাপনা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এইচটিএস আরও জানায়, তারা একটি নতুন ও শান্তিপূর্ণ সিরিয়া গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই উত্তরণ এবং সরকারের প্রতিশ্রুতিতে দেশজুড়ে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
কমেন্ট বক্স