সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর রাজধানী দামেস্কের কুখ্যাত সেডনায়া কারাগারের বন্দিদের মুক্তি দিয়েছে ইসলামপন্থী বিদ্রোহীরা। রোববার (৮ ডিসেম্বর) সকালে বিদ্রোহীরা কারাগারের গেট খুলে দিয়ে বন্দিদের ছেড়ে দেয়। এক টেলিগ্রাম পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়।
সেডনায়া কারাগার, যা মানব কসাইখানা নামে পরিচিত, বিদ্রোহীদের ওপর নিষ্ঠুর অত্যাচার এবং হত্যা করার জন্য berপরিচিত। দীর্ঘদিন ধরে এই কারাগারে হাজার হাজার মানুষকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।
দামেস্ক শহরের এক বাসিন্দা জানান, শহরে বিদ্রোহী যোদ্ধারা ঢুকে পড়েছে এবং চারপাশে গোলাগুলির শব্দ শোনা গেছে। নিরাপত্তার জন্য সাধারণ মানুষ ঘরের বাইরে যাচ্ছে না।
বিদ্রোহীদের এই পদক্ষেপকে আসাদের ২৪ বছরের শাসনের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকলেও এর মধ্য দিয়ে সিরিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রতিশ্রুতি দিয়েছে যে তারা প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে না।
এক বিবৃতিতে বিদ্রোহীরা জানিয়েছে, "আসাদের শাসনের সমাপ্তি একটি নতুন সিরিয়ার সূচনা। আমরা এমন একটি রাষ্ট্র গড়ব যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে এবং ন্যায়ের জয় হবে।"
দামেস্কে বিদ্রোহীদের এই বিজয় পুরো সিরিয়া জুড়ে এক নতুন রাজনৈতিক পর্বের সম্ভাবনা তৈরি করেছে।