দেশে অবস্থানরত অবৈধ বিদেশিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং সেই তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৮ ডিসেম্বর) সচিবালয়ে বড়দিন ও থার্টিফাস্ট নাইটের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "সীমান্তে কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি এবং পুরো সীমান্তে সতর্কতা জারি রয়েছে। অবৈধ অনুপ্রবেশ কোনভাবেই বরদাস্ত করা হবে না।"
এ সময় তিনি মিডিয়াকে সঠিক খবর প্রচারের মাধ্যমে অপপ্রচারের জবাব দেয়ার আহ্বান জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, "বড়দিন ও থার্টিফাস্ট নাইটের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। অ্যালকোহল পানের ক্ষতিকারক দিক সম্পর্কে মিডিয়াকে সচেতনতা চালাতে হবে।" তিনি জানান, থার্টি ফাস্ট নাইটে সকল বার বন্ধ থাকবে এবং ফানুস ও আতশবাজি নিষিদ্ধ থাকবে।