আবু মোহাম্মদ আল-জুলানি, যিনি হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা, সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের প্রধান কারিগর হিসেবে পরিচিত। তার আসল নাম আহমেদ হুসাইন আল-শারা, এবং তিনি ১৯৮২ সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে তার পরিবার সিরিয়ায় ফিরে এসে দামেস্কের কাছে বসবাস শুরু করে।
২০০৩ সালে সিরিয়া থেকে ইরাকে গিয়ে তিনি আল-কায়েদার সঙ্গে যুক্ত হন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে অংশ নেন। ২০০৬ সালে যুক্তরাষ্ট্র তাকে গ্রেপ্তার করলেও ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় তিনি মুক্তি পান এবং সেখানেই আল-কায়েদার শাখা আল-নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন।
২০১৩ সালে ইসলামিক স্টেটের (আইএস) আবু বকর আল-বাগদাদির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার পর জুলানি সিরিয়ায় আল-কায়েদার কার্যক্রম বাড়াতে থাকেন। ২০১৬ সালে বাশার আল-আসাদের সরকার আলেপ্পো নিয়ন্ত্রণে নেয়, যার পর বিদ্রোহীরা ইদলিবে চলে যায়। সেখানে জুলানি আল-নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাভাত ফাতেহ আল-শাম রাখেন এবং ২০১৭ সালে এইচটিএস গঠন করেন। এই গোষ্ঠী ইদলিবে প্রশাসন পরিচালনা শুরু করে এবং সিরিয়ায় বিদ্রোহীদের মধ্যে শক্তিশালী ভূমিকা পালন করে।
আল-জুলানির নেতৃত্বে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল হয় এবং তিনি বাশার আল-আসাদ সরকারকে পিছু হটাতে বাধ্য করেন, যার ফলে তিনি সরকার পতনের প্রধান মুখ হিসেবে পরিচিত।