১৪ বছরের ফিলিস্তিনি কিশোর নাজি আল-বাবার স্বপ্ন ছিল একদিন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড় হওয়ার। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। হেব্রনের কাছে জঙ্গলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) গুলিতে তার জীবন থেমে গেল। রোববার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইংরেজি ভাষায় নাজি নামের অর্থ ‘মৃত্যুঞ্জয়ী’। তবে বাস্তবতা তার নামের অর্থকে ছাড়িয়ে গিয়েছিল। অধিকৃত গাজার পশ্চিম তীরে জন্ম নেওয়া নাজি শৈশব থেকেই ফুটবলের প্রতি তার মুগ্ধতা ও দক্ষতা দিয়ে সবার মন জয় করেছিল। চার বছর বয়স থেকেই লম্বা শারীরিক গঠন এবং চমৎকার প্রতিভার কারণে হেব্রনের উত্তরের হালহুল স্পোর্টস ক্লাবে খেলার সুযোগ পেয়েছিল সে। ক্লাবটির কর্মকর্তাদের বিশ্বাস ছিল, একদিন ফিলিস্তিনের জাতীয় দলে তার অভিষেক হবে।
নাজি ছিল পরিবার এবং আশেপাশের সবার প্রিয়। তার হাস্যোজ্জ্বল মুখ, উদারতা, এবং কোমল ব্যবহার সবাইকে মুগ্ধ করত। কিন্তু এই প্রতিশ্রুতিশীল কিশোরের জীবন এবং স্বপ্ন থেমে গেল ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর হামলায়।
তার পরিবার এবং ক্লাব সদস্যদের জন্য এ শোক অপূরণীয়। নাজির স্মৃতি আর স্বপ্নের কথা এখন কেবল অতীত।