ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত তারিখগুলো হলো: ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
প্রক্টর সাইফুদ্দীন বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টিএসসি স্টেশন বন্ধের সুপারিশ করি। এ প্রস্তাব গ্রহণ করে যোগাযোগ সচিব তাৎক্ষণিকভাবে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালককে এই নির্দেশনা দেন। শিগগিরই মেট্রোরেল কর্তৃপক্ষকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথ আমরা চাইলে বন্ধ করতে পারি। কিন্তু মেট্রোরেল স্টেশন খোলা থাকলে সেখান দিয়ে বহিরাগতরা প্রবেশ করতে পারবে। তাই মেট্রোরেলের টিএসসি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা জরুরি মনে করেছি।”
এই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।