বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ইতিহাসে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা হলো, ৫৯ রানে ভারতকে হারিয়ে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালে ১৯৮ রানের লক্ষ্য নিয়ে নেমে ভারত শেষ পর্যন্ত ১৩৯ রানে শেষ হয়।
বাংলাদেশের বোলিং ইউনিট ছিল দুর্দান্ত, একের পর এক উইকেট নিয়ে ভারতকে ম্যাচে থিতু হতে দেয়নি। ইকবাল হোসাইন ইমনের এক স্পেলে তিন উইকেট নিয়েই ভারতের বিপর্যয় শুরু হয়। ভারত অধিনায়ক মোহাম্মদ আমান কিছুটা চেষ্টা করেছিলেন, তবে তাকে ফিরিয়ে বাংলাদেশের পথটা সহজ করে দেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
অবশেষে, আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বাংলাদেশ জয় নিশ্চিত করে। ফাইনালে বাংলাদেশ ব্যাটিংয়ে একটু বিপাকেও পড়েছিল, তবে ফরিদ হাসান এবং মারুফ মৃধা তাদের দৃঢ়তায় ১৯৭ রানে পৌঁছায়। ভারতের বিপক্ষে এই সংগ্রহ ছিল যথেষ্ট, এবং বাংলাদেশের তরুণরা নতুন ইতিহাস রচনা করেছে, এশিয়ার যুব ক্রিকেটে তাদের টানা দ্বিতীয় শিরোপা জয় করেছে।