ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।শফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট। আমরা তাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই।যে গণহত্যা হলো, জুলাই-আগস্টে যে এক হাজার ৫০০ মানুষকে হত্যা করা হলো, এর নির্দেশদাতা তো তিনি। এর আগে যত গুম হয়েছে, তিনি তো সরকারপ্রধান ছিলেন।’শফিকুল আলম বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যর্পণ চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যর্পণের জন্য চাওয়া যায়।এটা শেষ করে আমরা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তার প্রত্যর্পণ চাইব।
’ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত :নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তব্য তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর।অপূর্ব জাহাঙ্গীর বলেন, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন, আগামী বছর নির্বাচন হতে পারে।
তবে এটি তার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনবিষয়ক কোনো ঘোষণা আসেনি।কবে ঘোষণা আসতে পারে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যখন ঘোষণা আসবে, তখন সবার আগে আপনারা জানতে পারবেন।’‘মনে করছি না সয়াবিন তেলের সংকট আছে’ : প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, মনে করছি না বাজারে সয়াবিন তেলের সংকট আছে। রোজায় যাতে সমস্যা না হয়, সে জন্য আমদানিকারকদের সঙ্গে বৈঠক হয়েছে।