গত মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে নতুন ক্লাবে এখনও ঠিকভাবে মানিয়ে নিতে পারেননি ফরাসি এই তারকা। রিয়ালে প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারায় সমালোচনাও শুনতে হচ্ছে তাকে। পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার অপূর্ণতা নিয়ে ক্লাব ছাড়েন তিনি। এবার রিয়ালে সেই শিরোপা জিতে ক্যারিয়ারের পূর্ণতা চান এমবাপ্পে।
বিশ্বকাপ জেতেন মাত্র ২০ বছর বয়সে। পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ২৫ বছর বয়সেই। কিন্তু এখনও ক্লাব ফুটবলের সবচেয়ে বড় শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি এমবাপ্পে। পিএসজিতে সাত মৌসুমের শত চেষ্টায়ও সেই শিরোপা ধরা দেয়নি। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার বড় কারণগুলোর একটি ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতার তীব্র আকাঙ্ক্ষা।
রিয়ালে যোগ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য মুখিয়ে আছেন এমবাপ্পে। এমনকি তার সাবেক ক্লাব পিএসজির আগেই এই শিরোপা জিততে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমি কি চাই পিএসজি এখনই চ্যাম্পিয়ন্স লিগ জিতুক? না, এখন না। আমি মাদ্রিদের সঙ্গে জিততে চাই। তবে পিএসজির জন্য শুভ কামনা। আশা করি, একদিন তারা জিতবে। কিন্তু এখন না, কারণ আমাকে আগে একটু জিততে হবে (হাসি)।’
রিয়ালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ২১ ম্যাচে ১১ গোল এবং ২ অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। পিএসজিতে সাত মৌসুমে তিনি খেলেছেন ৩০৮ ম্যাচ, যেখানে তার গোল ২৫৬টি এবং অ্যাসিস্ট ১০৮টি। ২০১৮-১৯ মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন এমবাপ্পে। তবে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায়। পিএসজির হয়ে ছয়বার লিগ ওয়ান এবং চারবার কোপা দে ফ্রান্সসহ আরও অনেক শিরোপা জিতেছেন।