স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার (৯ ডিসেম্বর) খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে সাদা পোশাকে কাউকেই গ্রেপ্তার না করার নির্দেশনা দেন।
তিনি বলেন, "মব অ্যাক্ট" এবং হত্যাকাণ্ডের ঘটনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে, নিজে আইন হাতে তুলে না নেওয়ার এবং অপরাধীদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক দলের পক্ষে কোনো বাড়তি সুবিধা না দিতে এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য তেলবাজি বন্ধ করতে হবে। এছাড়া, থানা থেকে খোয়া যাওয়া অনেক অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং সেগুলো উদ্ধার হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে মন্তব্য করেন।