প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৮ ডিসেম্বর, রোববার, সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ রানের একটি দারুণ ইনিংস খেলার সময় তিনি এই রেকর্ড গড়েন। ইনিংসটি খেলার সময় মাহমুদউল্লাহ তিনটি করে চার ও ছক্কা হাঁকান, এবং ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই রোমারিও শেফার্ডকে ছক্কা মেরে ২০০ ছক্কা পূর্ণ করেন।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মাহমুদউল্লাহর এখন মোট ২০০ ছক্কা। এই রেকর্ড গড়তে তাকে খেলতে হয়েছে ৪৩০ ইনিংস। তার ছক্কার মধ্যে টেস্টে ২৪টি, ওয়ানডেতে ৯৯টি এবং টি-টোয়েন্টিতে ৭৭টি রয়েছে।
বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় মাহমুদউল্লাহ এখন শীর্ষে। তামিম ইকবাল ১৮৮ ছক্কা নিয়ে দ্বিতীয়, মুশফিকুর রহিম ১৭৩ ছক্কা নিয়ে তৃতীয় এবং সাকিব আল হাসান ১৩৫ ছক্কা নিয়ে চতুর্থ স্থানে আছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি ভারতের রোহিত শর্মার দখলে, যিনি ৬২৪টি ছক্কা হাঁকিয়েছেন।