ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর ‘মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে’ তুরস্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত দুদক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, যোগাযোগের পরামর্শ মহাপরিচালকের নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল শিক্ষার্থীর মরদেহ বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান যখন কাউকে প্রয়োজন হবে, তখনই আপনি একা : পরীমণি আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত: শফিকুর রহমান ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন মির্জা ফখরুল বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জেলেনস্কিকে গুরুত্বপূর্ণ মনে করেন না ট্রাম্প মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

ছাপা হচ্ছে জুলাই বিপ্লবগাথা নিয়ে ৪০ কোটি বই

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ১০:৫০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ১০:৫০:৫৩ পূর্বাহ্ন
ছাপা হচ্ছে জুলাই বিপ্লবগাথা নিয়ে ৪০ কোটি বই
পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের ঘটনা। প্রচ্ছদে সংযোজন করা হয়েছে গণ-অভ্যুত্থানের গ্রাফিতি। একই সঙ্গে বইয়ে উল্লেখ করা হয়েছে মহান স্বাধীনতার পেছনে থাকা সব নায়কের অবদান। আগামীতে আরও বৃহৎ পরিসরে পরিমার্জনের মাধ্যমে পাঠ্যপুস্তক ঢেলে সাজানোর কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

জানা গেছে, এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় ৪০ কোটি ১৬ লাখ নতুন বই ছাপানো হচ্ছে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৫০ কোটি টাকা। প্রতিটি বইতেই রয়েছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবের ছোঁয়া।

বাংলা বইয়ে “যত বিপদ তত ঐক্য” শিরোনামের গ্রাফিতি স্থান পেয়েছে। বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের বইয়ে ১৯৫২ থেকে ২০২৪ সালের ইতিহাস সংশ্লিষ্ট গ্রাফিতিও যুক্ত হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইয়ে জুলাই বিপ্লবের বীরত্বগাথা গল্প আকারে তুলে ধরা হয়েছে।

এনসিটিবি জানিয়েছে, ইতিহাস বিকৃতি রোধে মহান মুক্তিযুদ্ধসহ দেশের গঠনে অবদান রাখা সব নায়কের ভূমিকা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, তাজউদ্দীন আহমদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়গুলোও স্থান পেয়েছে নতুন পাঠ্যবইয়ে।

এনসিটিবি চেয়ারম্যান ড. এ কে এম রিয়াজুল ইসলাম বলেন, “যে গ্রাফিতিগুলো সার্বজনীন আবেদন তৈরি করে, সেগুলো বইয়ে রাখা হয়েছে। উদাহরণস্বরূপ, ইংরেজি বইয়ে 'গ্রাফিতি' নামে একটি আর্টিকেল এবং পঞ্চম শ্রেণির বইয়ে 'আমরা তোমাদের ভুলবো না' শিরোনামের একটি লেখা রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “২৬ ও ২৭ মার্চ শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের জাতীয় গুরুত্বও পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুস সালাম বলেছেন, “জাতীয় দর্শন অনুযায়ী শিক্ষাক্রম তৈরি করতে হবে। গুণগত মানসম্পন্ন কাগজে বই ছাপানো হলে দীর্ঘদিন একই বই ব্যবহার করা যাবে, যা ব্যয় কমিয়ে আনবে।”

পাঠ্যপুস্তকে এসব পরিবর্তন নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এবং জাতীয় চেতনা গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছে এনসিটিবি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির

প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির