ভারতের বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে অংশ নিতে গিয়ে বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন বিশেষ মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন।
মা হওয়ার পর মেয়ে দুয়া পাড়ুকোনকে সঙ্গে নিয়ে এটি ছিল তার প্রথম মুম্বাইয়ের বাইরে যাওয়ার অভিজ্ঞতা, যদিও তিনি কনসার্টে গিয়ে মেয়ে দুয়াকে রেখে গিয়েছিলেন।
বিমানবন্দরে ফেরার সময় দীপিকা ও তার কন্যা দুয়ার এক ছবি শিকারিরা ক্যামেরাবন্দি করলে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
দীপিকা এবার সাধারণ মায়েদের মতো ঢিলেঢালা পোশাক পরেছিলেন। তিনি লাল কুর্তা ধরনের পোশাকে সজ্জিত ছিলেন, এবং একটি সাধারণ খোঁপা বানিয়ে সানগ্লাস পরেছিলেন। দীপিকা তার কন্যাকে কোলে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন, তবে কন্যার মুখ স্পষ্টভাবে দেখানোর সুযোগ দেননি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর তাদের সংসারে নতুন সদস্য আসার ঘোষণা দিয়েছিলেন, এবং ৭ সেপ্টেম্বর দীপিকা তাড়াহুড়ো করে হাসপাতালে ভর্তি হয়ে ৮ সেপ্টেম্বর কন্যাসন্তান দুয়া পাড়ুকোন সিংকে জন্ম দেন।