ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু

অনিয়ম সব জায়গাতেই তবে পার্বত্য এলাকায় যেন একটু বেশি: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ১১:৪০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ১১:৪০:৫৩ পূর্বাহ্ন
অনিয়ম সব জায়গাতেই তবে পার্বত্য এলাকায় যেন একটু বেশি: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত এক আলোচনা সভায় যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, "পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি বিশেষ সম্ভাবনাময় অঞ্চল, যেখানে বনজ এবং প্রাকৃতিক সম্পদের সমাহার দেশের অন্য কোথাও নেই। এটি বাংলাদেশের সবচেয়ে উন্নত জায়গা হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে চিত্রটা উল্টো।" তিনি অনিয়মের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "বাংলাদেশের সব জায়গায়ই অনিয়ম রয়েছে, তবে পার্বত্য এলাকায় তা একটু বেশি। এ অবস্থা কমিয়ে আনতে আমাদের বিশেষভাবে কাজ করতে হবে।"

তিনি আরও বলেন, "পার্বত্য এলাকার জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। এসব এলাকা দেশের উন্নয়নের শীর্ষে থাকা উচিত। এখানকার ছেলেমেয়েরা বিশ্ব নাগরিক হবে, তাদের মনোভাব বড় হতে হবে। সমতল ও পাহাড়ের মধ্যে কোনো বিভেদ থাকলে তা দূর করতে হবে। পারস্পরিক ভ্রাতৃত্ব ও শ্রদ্ধাবোধের মাধ্যমে এগিয়ে যেতে হবে।"

প্রযুক্তি এবং শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে ড. ইউনূস বলেন, "পার্বত্য এলাকার উন্নয়নে প্রযুক্তি ও শিক্ষার প্রসার জরুরি। আমরা চাই এখানকার তরুণরা অন্য এলাকার তরুণদের থেকে পিছিয়ে না থাকে।" তিনি আগামী মাসে তরুণদের নিয়ে উৎসব আয়োজনের কথা উল্লেখ করে বলেন, "এই উৎসবে পার্বত্য এলাকার তরুণরা নিজেদের দক্ষতা ও প্রতিভা দিয়ে এগিয়ে রয়েছে তা প্রমাণ করার সুযোগ পাবে।"

সভায় তিনি উপস্থিত সবাইকে আশ্বাস দিয়ে বলেন, "যদি কোনো অসুবিধা থাকে, তা আমাকে জানাবেন। আমি তা দূর করার চেষ্টা করব। আমরা আমাদের দেশ বদলাতে চাই, আমাদের কাজের মাধ্যমে পৃথিবীকেও বদলাতে চাই।"

ড. ইউনূসের এই বক্তব্য পার্বত্য এলাকার উন্নয়ন এবং সমতা প্রতিষ্ঠার জন্য নতুন দৃষ্টিভঙ্গি ও পদক্ষেপের প্রতিশ্রুতি হিসেবে দেখা যাচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান

খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান