ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

সিরিয়ার নৌবহর ধ্বংস করল ইসরায়েল

  • আপলোড সময় : ১১-১২-২০২৪ ১২:৫৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৪ ১২:৫৪:৫৪ অপরাহ্ন
সিরিয়ার নৌবহর ধ্বংস করল ইসরায়েল
সিরিয়ায় ইসরায়েলের লাগাতার বিমান হামলা এবং সামরিক অভিযান সিরিয়াকে চরম সংকটে ফেলে দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত ২৪ ঘণ্টায় ৪৮০টি বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে সিরিয়ার নৌবহরের ১৫টি জাহাজ ধ্বংস করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলাগুলো বিশেষভাবে আল-বাইদা ও লাতাকিয়া বন্দরে চালানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্চজ বলেন, এই হামলার উদ্দেশ্য হলো ইসরায়েলের প্রতি হুমকি হতে পারে এমন সব সামরিক স্থাপনা ধ্বংস করা। সিরিয়ার নৌবহর ধ্বংস করাকে তিনি ‘বিশাল সাফল্য’ হিসেবে আখ্যায়িত করেছেন।

আইডিএফ জানিয়েছে, বাশার আল–আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার পরিকল্পনার অংশ হিসেবে এই হামলা চালানো হচ্ছে। তাদের দাবি, এসব অস্ত্র চরমপন্থীদের হাতে যাতে না যায়, সেজন্যই তারা এমন ব্যবস্থা নিচ্ছে।

সিরিয়ায় হামলার পাশাপাশি ইসরায়েলের স্থল বাহিনী দখল নিয়েছে সিরিয়া ও দখলীকৃত গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনের। তবে আইডিএফ দামেস্কের দিকে ট্যাংক অগ্রসর হওয়ার খবরকে মিথ্যা দাবি করেছে।

ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, এবং ইরাক। তাদের মতে, ইসরায়েলের এই হামলা সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দেশগুলোর মতে, এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র করবে।

উল্লেখ্য, বিদ্রোহীদের আক্রমণের মুখে গত রোববার সিরিয়ার রাজধানী দামেস্ক ত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরই ইসরায়েলি বাহিনী সিরিয়ার অভ্যন্তরে অভিযান শুরু করে এবং গোলান মালভূমির দখল নিতে থাকে।

কমেন্ট বক্স