অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন সব পাঠ্যবই পহেলা জানুয়ারিতে সরবরাহ করা সম্ভব হবে না।
তিনি বুধবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে যে নবম ও দশম শ্রেণির বই ছাপানোর অর্থ অনুমোদিত হয়েছে, তা যথাসময়ে দেয়া হবে, তবে অন্যান্য শ্রেণির বই পহেলা জানুয়ারির মধ্যে দেওয়া সম্ভব নয়।
এছাড়া, তিনি দেশের নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় থাকার কথা উল্লেখ করেন এবং জানান, বাজারে পণ্যের দাম একেবারে কমে না, তবে সরকারের বিভিন্ন উদ্যোগের ফল ইতিমধ্যেই বাজারে দেখা যাচ্ছে।
বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, মসুর ডাল এবং ভোজ্যতেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।