চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অযৌক্তিক কোটা বাতিল ও আবেদন ফি কমানোর দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পোষ্য কোটা বাতিলের দাবি জানান।সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্কুলারে মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশ রাখার পাশাপাশি পূর্বের সকল কোটা বহাল রাখা হয়। পাশাপাশি ভর্তি পরীক্ষায় আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যমূলক সকল কোটা বহাল রাখার তীব্র নিন্দা জ্ঞাপন করে। পাশাপাশি আবেদন ফি ১০০০ টাকা থেকে কমানোর কথা জানায়।
এ সময় তারা ভর্তি পরীক্ষার আবেদন ফি থেকে বিশ্ববিদ্যালয়ের আয়ের হিসাব ও ব্যয়ের খাত দেখাতে বলেন। বিদ্যমান বৈষম্যমূলক কোটা বাতিল না করলে তারা পুনর্বার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।