দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এর বিরুদ্ধে সম্প্রতি সামরিক আইন জারি করার পর দেশটিতে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ৩ ডিসেম্বর রাতে হঠাৎ করে সামরিক আইন জারির ঘোষণা দিলে তা নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যার ফলে প্রেসিডেন্টকে এই ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হতে হয়। এই পরিস্থিতিতে, তার অভিশংসনের দাবি উঠেছে কোরিয়ার বিভিন্ন খ্যাতনামা কেপপ তারকাদের পক্ষ থেকে।
কেপপ গায়িকা লে চে ইউন সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, "আমি একজন নাগরিক হিসেবে আমার সিদ্ধান্ত নিজেই নেব। আমি যা বলতে চাই তা বলব, কারণ আমি একজন পাবলিক ফিগার, তাই আমার মতামত প্রকাশ করা উচিত।" অন্য কেপপ তারকা ইয়ংজে সহ আরও অনেক তারকা প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে মত দিয়েছেন।
এছাড়াও, দক্ষিণ কোরিয়ার ৭৭টি চলচ্চিত্র সংগঠন "অপরাধী প্রেসিডেন্টকে সরান ও গ্রেপ্তার করুন" শীর্ষক একটি বিবৃতি দিয়েছে। তাদের মধ্যে কং ডং উন, কিম গো ইউন, পার্ক ইউন বিন সহ আরও অনেক তারকা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তারা প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে বরখাস্ত, অভিশংসন ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, যাতে দেশের বিশৃঙ্খলা দূর করা যায়।
এদিকে, সামরিক আইন জারি করার পর তীব্র সমালোচনার মুখে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জাতির কাছে ক্ষমা চেয়েছেন।
Mytv Online