ঢাকা , সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত আমি এ দোকানের ‘বান্ধা কাস্টমার’: মারজুক রাসেল নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের যেভাবে আবদার মেটালেন মুশফিক রুক্মিণীকে বিয়ে করা নিয়ে যা বললেন দেব নারীদের জন্য তারেক রহমানের ৬ অঙ্গীকার কিছু চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয়: বিএনপি

স্বজনদের খোঁজে আসাদের কুখ্যাত সেদনায়া কারাগারে সিরীয়রা

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ১১:৩৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ১১:৩৮:৩৯ পূর্বাহ্ন
স্বজনদের খোঁজে আসাদের কুখ্যাত সেদনায়া কারাগারে সিরীয়রা

সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগার থেকে মুক্তি পেয়েছেন বহু বন্দি, যারা বছরের পর বছর ধরে সেখানে আটক ছিলেন। তবে কারাগারের ফটক খুলে দেয়ার পরও প্রিয়জনের খোঁজে কারাগারটির সামনে অপেক্ষা করছেন অসংখ্য সিরীয়। এমনকি লেবানন থেকেও অনেকে প্রিয় মানুষকে দেখার আশায় সেখানে ভিড় করছেন।

এক মা, যিনি হাকাসা শহরের বাসিন্দা, তার ছেলে বাসিলের জন্য বারো বছর ধরে অপেক্ষা করছেন। ছেলের কোনো খোঁজ না পেয়ে তিনি বারবার ছেলের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন। বাশার আল-আসাদের পতনের পর সেদনায়া কারাগারে আটক বন্দিদের ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হলে তারফাহ দাউদ নামে এই মা প্রথমবারের মতো তার ছেলে বাসিলের অবস্থান সম্পর্কে জানতে পারেন।

তারফাহ জানান, ছেলের সঙ্গে দেখা করার জন্য তিনি অনেক অর্থ ব্যয় করেছেন। কিন্তু ২০১৬ সালের আগে পর্যন্ত বাসিলের কোনো খবর পাননি। তিনি বলেন, "২০১৫ সালে একজন বিদেশি সাংবাদিক সেদনায়ার বন্দিদের ছবি তোলেন। সেখান থেকেই জানতে পারি আমাদের ছেলে সেদনায়া কারাগারে বন্দি।"

এদিকে, ৩২ বছর পর নিজ ছেলের সঙ্গে দেখা হয়েছে সুহেল হামউয়ি নামে এক বাবার। দীর্ঘ ১৯৯২ সালের ঈদের দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছিলেন বহু আগেই। তিনি বলেন, "এটি অবিশ্বাস্য। আমার মুক্তি এবং পরিবারের কাছে ফিরে আসা যেন এক অসম্ভব স্বপ্ন ছিল। তবে আজ তা বাস্তবে রূপ নিয়েছে।"

রোববার (৮ ডিসেম্বর) বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছাড়তে বাধ্য হন। এরপর সেদনায়া কারাগারের দরজা খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়। কারাগার থেকে মুক্তি পান হাজারো বন্দি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, আসাদের বিভিন্ন কারাগারে ১ লাখ ৩৬ হাজারের বেশি বন্দি ছিলেন। শুধুমাত্র সেদনায়া কারাগারে আটক ছিলেন ২০ হাজার মানুষ। বাশারের পতনের সঙ্গে সঙ্গে তাদের বন্দিদশা শেষ হয়, তবে তাদের মুক্তির গল্পগুলো এখনো বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে আছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত