ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি পঞ্চগড়ে কমছে দিন ও রাতের তাপমাত্রা, জবুথবু জনজীবন একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ৪.৫ ডিগ্রি সাভারে দুটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, ৪ জন পুড়ে অঙ্গার জ্বালানির দাম: অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগের ছায়া দেখছেন ব্যবসায়ীরা জাবি ছাত্রদলের কমিটি ঘোষণা কুয়েত সফরে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান নওগাঁয় বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি ফখরুল, সেক্রেটারি নাছির বিরতি ভেঙে সামনে এলেন হানি সিং, সঙ্গে রয়েছেন আতিফ আসলাম জ্বীনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাসে ৩০ লাখ টাকা আত্মসাৎ, অতঃপর... আফগানিস্তান ক্রিকেট দলের নতুন দায়িত্ব পেলেন ইউনিস খান ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে: হাসনাত জিয়া পরিবারের অবিস্মরণীয় এক দিন বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের শাশুড়িকে কাছে পেয়ে আবেগাপ্লুত জোবাইদা রহমান ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যুবদল নেতা? দীর্ঘ প্রতীক্ষার অবসান, মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান হত্যা মামলার আসামি সাদপন্থি ২৩ জনের আগাম জামিন লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

লভ্যাংশ দেবে না ঢাকা ডায়িং

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ১২:০৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ১২:০৮:৩০ অপরাহ্ন
লভ্যাংশ দেবে না ঢাকা ডায়িং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডায়িং চলতি অর্থবছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাববছরে কোম্পানিটির লোকসান হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

কোম্পানির সর্বশেষ হিসাব অনুযায়ী, আলোচ্য সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের বছরে যা ছিল ৫৮ পয়সা। অর্থাৎ গত বছরে লোকসানের পরিমাণ বেড়েছে।
 

কোম্পানির পরিচালনা পর্ষদ বুধবার (১১ ডিসেম্বর) এক বৈঠকে সর্বশেষ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
 

ঢাকা ডায়িংয়ের লভ্যাংশ না দেওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে শিল্প খাতে চলমান গ্যাসসংকট। দুই বছর ধরে এই সংকট চলতে থাকায় উৎপাদন কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে এবং কারখানার গ্যাস-সংযোগও বিচ্ছিন্ন হয়েছে। এতে কোম্পানির রাজস্ব ও মুনাফা উল্লেখযোগ্য হারে কমে গেছে।
 

এছাড়া ঋণ, অগ্রিম এবং পরিশোধযোগ্য অর্থ সংরক্ষণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অতিরিক্ত সঞ্চিতি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে, যা লভ্যাংশ না দেওয়ার আরেকটি কারণ।
 

ঢাকা ডায়িংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
 

গত এক বছরে কোম্পানির শেয়ারের সর্বোচ্চ মূল্য ছিল ১২ টাকা ২০ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল ১১ টাকা ৫০ পয়সা। গত কয়েক বছর ধরে কোম্পানির লভ্যাংশ দেওয়ার পরিমাণও ছিল কম।
 

গত কয়েক বছরের লভ্যাংশের হিসাব:

  • ২০২২: শূন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ।
  • ২০২১: ২ শতাংশ নগদ লভ্যাংশ।
  • ২০২০: ১ শতাংশ নগদ লভ্যাংশ।
  • ২০১৫: ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
  • ২০১৪: ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
  • ২০১৩: ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
  •  

কোম্পানির আর্থিক অবস্থার উন্নতি না হলে শেয়ারহোল্ডারদের আস্থা ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি

গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি