ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

লভ্যাংশ দেবে না ঢাকা ডায়িং

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ১২:০৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ১২:০৮:৩০ অপরাহ্ন
লভ্যাংশ দেবে না ঢাকা ডায়িং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডায়িং চলতি অর্থবছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাববছরে কোম্পানিটির লোকসান হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

কোম্পানির সর্বশেষ হিসাব অনুযায়ী, আলোচ্য সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের বছরে যা ছিল ৫৮ পয়সা। অর্থাৎ গত বছরে লোকসানের পরিমাণ বেড়েছে।
 

কোম্পানির পরিচালনা পর্ষদ বুধবার (১১ ডিসেম্বর) এক বৈঠকে সর্বশেষ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
 

ঢাকা ডায়িংয়ের লভ্যাংশ না দেওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে শিল্প খাতে চলমান গ্যাসসংকট। দুই বছর ধরে এই সংকট চলতে থাকায় উৎপাদন কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে এবং কারখানার গ্যাস-সংযোগও বিচ্ছিন্ন হয়েছে। এতে কোম্পানির রাজস্ব ও মুনাফা উল্লেখযোগ্য হারে কমে গেছে।
 

এছাড়া ঋণ, অগ্রিম এবং পরিশোধযোগ্য অর্থ সংরক্ষণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অতিরিক্ত সঞ্চিতি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে, যা লভ্যাংশ না দেওয়ার আরেকটি কারণ।
 

ঢাকা ডায়িংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
 

গত এক বছরে কোম্পানির শেয়ারের সর্বোচ্চ মূল্য ছিল ১২ টাকা ২০ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল ১১ টাকা ৫০ পয়সা। গত কয়েক বছর ধরে কোম্পানির লভ্যাংশ দেওয়ার পরিমাণও ছিল কম।
 

গত কয়েক বছরের লভ্যাংশের হিসাব:

  • ২০২২: শূন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ।
  • ২০২১: ২ শতাংশ নগদ লভ্যাংশ।
  • ২০২০: ১ শতাংশ নগদ লভ্যাংশ।
  • ২০১৫: ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
  • ২০১৪: ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
  • ২০১৩: ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
  •  

কোম্পানির আর্থিক অবস্থার উন্নতি না হলে শেয়ারহোল্ডারদের আস্থা ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।


কমেন্ট বক্স