ম্যানচেস্টার সিটি এবারের মৌসুমে মাঠে সংগ্রাম করলেও অর্থনৈতিক ক্ষেত্রে তাদের সাফল্য নজরকাড়া।
ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি ২০২২-২৩ মৌসুমে রেকর্ড ৭১ কোটি ৫০ লাখ পাউন্ড আয় করেছে, যা তাদের আগের বছরের রেকর্ড আয়কেও ছাড়িয়ে গেছে। এই আয় বাংলাদেশি মুদ্রায় ১০,৭৯৯ কোটি টাকারও বেশি। ব্যয় কমানো ও বাণিজ্যিক খাত থেকে আয়ের বৃদ্ধি তাদের এই সাফল্যের প্রধান কারণ।
সিটির সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক পারফরম্যান্স তাদের আয়ের ভিত্তি তৈরি করেছে। ২০১৪-১৫ মৌসুম থেকে শুরু করে প্রতি বছরই ক্লাবটি উল্লেখযোগ্য পরিমাণ আয় করছে। এর মধ্যে ৬টি প্রিমিয়ার লিগসহ একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা জয় করেছে তারা।
এবারের মৌসুমে মাঠে সাফল্য কিছুটা কমলেও দলবদল থেকে ৯.২৮ কোটি পাউন্ড আয় করেছে সিটি।
হুলিয়ান আলভারেজ, হোয়াও ক্যানসেলো ও লিয়াম দেলাপের মতো তারকা খেলোয়াড় বিক্রিই এই আয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে।
তবে অর্থনৈতিক এই সাফল্য মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে কিনা, তা নির্ভর করবে মৌসুমের বাকি সময়ের উপর। চ্যাম্পিয়ন্স লিগে তাদের নকআউটে যাওয়ার লড়াই ও প্রিমিয়ার লিগে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারা ম্যানচেস্টার সিটির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে থাকবে।