দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসিত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ২০৪ জন আইনপ্রণেতা ইওলের বিপক্ষে ভোট দেন। এটি ছিল এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো অনাস্থা ভোটের আয়োজন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২০৪ জন সদস্য অভিশংসনের প্রস্তাবের পক্ষে ভোট দেন। অপরদিকে ৮৫ জন বিপক্ষে, তিনজন ভোটদানে বিরত এবং চারটি ভোট বাতিল হয়। তবে এই অভিশংসন প্রস্তাবের ফলে ইওলকে স্থায়ীভাবে অপসারণের নিশ্চয়তা নেই, কারণ আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে কিছু সপ্তাহ সময় লাগতে পারে।
অভিশংসনের ফলে ইওল কর্তৃত্ব হারালেও সাংবিধানিক আদালত তাকে অপসারণ বা পুনর্বহাল না করা পর্যন্ত তিনি পদে থাকবেন। প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। সাংবিধানিক আদালতে শুনানি হবে এবং যদি নয় সদস্যবিশিষ্ট কাউন্সিলের ছয়জন অভিসংশন প্রস্তাবের পক্ষে মত দেন, তবে ইওলকে স্থায়ীভাবে পদত্যাগ করতে হবে। সে ক্ষেত্রে ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।
এর আগে ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়েছিল, তবে ক্ষমতাসীন দলের এমপিরা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
৩ ডিসেম্বর, ইউন রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে সামরিক আইন জারির ঘোষণা দেন, যা পুরো দেশকে স্তম্ভিত করে। তবে বিরোধীদের প্রতিবাদ এবং বিক্ষোভের পর ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির নেতা ইউন পিছু হটেন।