রাজধানীর কড়াইল বস্তিতে শীতকালীন অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়ে সচেতনতা বাড়াতে গণসংযোগ করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কড়াইল বস্তির এরশাদ মাঠ থেকে এই কার্যক্রম শুরু করা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, শীতকালে অগ্নিকাণ্ডের প্রবণতা বাড়ে। সেই ঝুঁকি কমাতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক আনোয়ারুল হকসহ বিভিন্ন জোনের জোন প্রধান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এরশাদ মাঠে বসবাসকারীদের একত্রিত করে তাদের অগ্নিকাণ্ডে করণীয় ও ফায়ার সার্ভিস আগুন নেভাতে আসলে কীভাবে সহযোগিতা করতে হবে তা শেখানো হয়। পরে ১০টি দলে ভাগ হয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন গলিতে গিয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।
এসময় সবাইকে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জানানো হয়।
গণসংযোগ কার্যক্রম সম্পর্কে উপপরিচালক ছালেহ উদ্দিন বলেন, “গণসংযোগ কার্যক্রম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হলেও শীতকালকে কেন্দ্র করে আমরা বিশেষভাবে এ কার্যক্রমটি চালাচ্ছি, যাতে মানুষ সচেতন হয় এবং দুর্ঘটনার হার কমে।”
এই উদ্যোগের ফলে কড়াইল বস্তির বাসিন্দাদের মধ্যে অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।