ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন করেছেন বাদশাহ সালমান কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান ৩ দিন শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, কমছে জনপ্রিয়তা: জরিপ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৫২৫ টাকা  মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট

চিরনিদ্রায় শায়িত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৫:১৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৫:১৬:২৫ অপরাহ্ন
চিরনিদ্রায় শায়িত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ
বিভিন্ন শ্রেণি ও পর্যায়ের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। আজ শনিবার বাংলা একাডেমি ও জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে দুটি জানাজা ও শ্রদ্ধা নিবেদনের পর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

অমর পঙ্‌ক্তি ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’’-এর রচয়িতা কবি হেলাল হাফিজ গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন।

নির্ধারিত সময় অনুযায়ী, আজ সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমসহ নানা পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানাজায় ইমামতি করেন কবির ভাই দুলাল আবদুল হাফিজ। জানাজার পর বিভিন্ন শ্রেণির মানুষ কবি হেলাল হাফিজকে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। এই প্রেসক্লাবেই কবির জীবনের একটি বড় অংশ কেটেছে। বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, কবি, সাংবাদিকসহ আরও অনেকেই। জানাজা শেষে সংস্কৃতি উপদেষ্টা সহ বিভিন্ন ব্যক্তি ও জাতীয় প্রেসক্লাবের সদস্যরা কবির প্রতি শ্রদ্ধা জানান।

কবির একজন স্বজন জানান, বেলা সাড়ে তিনটায় তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

এসময় বাংলা একাডেমিতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিকদের বলেন, ‘‘বাংলাদেশের সংস্কৃতিজগৎ তাঁর শূন্যতা অনুভব করবে। এক বইয়ে তিনি সংস্কৃতিতে নিজের স্থান চিরস্থায়ী করে গেছেন।’’

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘‘কবি হেলাল হাফিজ তাঁর কবিতার মাধ্যমে বেঁচে থাকবেন। তবে সংস্কৃতি মন্ত্রণালয় কবি হেলাল হাফিজের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমি আশাবাদী, আপনারা শিগগিরই কিছু শোনবেন।’’

সাংবাদিকদের মরণোত্তর পদক বিষয়ে প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘‘আপনি যেভাবে বলছেন, মরণোত্তর পদক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এখনই কিছু ঘোষণা করা যাবে না। তবে আপনি নিশ্চয়ই আমাদের কার্যক্রমের মাধ্যমে এটি জানতে পারবেন।’’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন করেছেন বাদশাহ সালমান

সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন করেছেন বাদশাহ সালমান