জাতীয় দিবসগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান বোঝার জন্য ১৯৭১ ও ১৯৯০ সালের ঘটনাগুলো বুঝতে হবে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
নিয়াজ আহমেদ খান বলেন, “বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করা আমাদের রক্তের ঋণ পরিশোধের একটি অংশ।” তিনি আরও বলেন, “বুদ্ধিজীবীদের ত্যাগের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব বর্তমান প্রজন্মের।”
এছাড়া, জাতীয় জীবনের প্রতিটি অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা উল্লেখ করে তিনি জানান, “একক প্রতিষ্ঠান হিসেবে জাতির প্রতিটি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অবদান পৃথিবীর ইতিহাসে বিরল।”
Mytv Online