১৪ ডিসেম্বর শনিবার ঢাকাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল-টি-২০) টুর্নামেন্টে চট্টগ্রাম তাদের টানা দ্বিতীয় জয় অর্জন করেছে। ম্যাচে প্রথমে ব্যাট করে ঢাকা দল মাত্র ৬৪ রানে অলআউট হয়ে যায়।
ঢাকার ব্যাটসম্যানরা ফাহাদ হোসেনের তোপের মুখে পড়ে। ফাহাদ ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হন। ঢাকার তামিম ইকবাল, সাইফ হাসান, আরিফুল হক, এবং অঙ্কন সবাই ভালো কিছু করতে না পারলে, টিকতে পারেননি। ফাহাদের দাপটের পাশাপাশি জয়, শরীফ, এবং ইরফানও ২টি করে উইকেট নেন।
চট্টগ্রামের জন্য টার্গেট ছিল সামান্যই, এবং তামিম ইকবাল এবং ইয়াসির রাব্বী দ্রুত লক্ষ্য পূরণ করেন। তামিম ধীরগতিতে খেললেও, জয় দুর্দান্ত পারফরম্যান্স করেন ৩৭ বলে ৪৪ রানে অপরাজিত থেকে। তামিম ২৯ বলে ২১ রান করেন।
চট্টগ্রাম নির্ধারিত লক্ষ্যে বিনা উইকেটে পৌঁছে যায় এবং জয় নিশ্চিত করে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
Mytv Online